শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস পালন গড়বেতার মোলডাঙ্গা শ্যামা সেবায়তনের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ১১ই আগস্ট অর্থাৎ সোমবার শহীদ বীর ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস সাড়ম্বরে পালন করল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার মোলডাঙ্গা শ্যামা সেবায়তন, এই দিন সকালে তার প্রতিকী ছবিতে মাল্যদান ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে শহীদ বীর ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস পালন করা হয়,পাশাপাশি এই দিন বিকেলে মোলডাঙ্গা থেকে ধাদিকা পর্যন্ত শহীদ বীর ক্ষুদিরাম বসুর স্মরণে পদযাত্রা পদযাত্রা করা হয়,এইদিন ফ্লেক্স, ফেস্টুন,জাতীয় পতাকা হাতে নিয়ে ট্যাবলো সহযোগে পদযাত্রায় পা মেলান বিশিষ্ট শিক্ষাবিদ সুভাষ চট্টোপাধ্যায়,আলোক মন্ডল,সুধাংশু শেখর পাল,অনির্বাণ চট্টোপাধ্যায় সহ বহু মানুষজন। ধাদিকার বাজারে পদযাত্রা শেষে হয় দেশাত্মবোধক নৃত্য ও ক্ষুদিরাম বসুর জীবন নিয়ে আলোকপাত করা হয়।বহু পথ চলতি মানুষ দাঁড়িয়ে পড়েন রাস্তায় বলে জানান শ্যামা সেবায়াতনের কর্ণধার সুনীল পাড়ুই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *