পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর রাজ্যের বিভিন্ন জেলা থেকে শুরু করে বিভিন্ন এলাকায় শুরু হয়েছে “আমাদের পাড়া আমাদের সমাধান”, মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোডের অপর্না পল্লীতে “আমাদের পাড়া আমাদের সমাধান”প্রকল্পের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন BDO দীপাঞ্জন ভট্টাচার্য, শিক্ষা কর্মদক্ষ দোলন হাজরা,৫ নম্বর সাত বাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মনি শংকর রায়, রাজিব ঘোষ, সুশান্ত সিংহ সহ অন্যান্য ব্লক প্রশাসনের আধিকারিকেরা, এই দিন এলাকা সহ পার্শ্ববর্তী এলাকা থেকে বহু মানুষ তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এই প্রকল্পে, মূলত রাস্তাঘাট,পানীয় জল সহ বিভিন্ন সুবিধা ও অসুবিধার কথা তুলে ধরেন।এইদিন BDO জানিয়েছেন আগামী দিনেও সাধারণ মানুষের স্বার্থে ব্লকের বিভিন্ন জায়গায় এই প্রকল্প চলবে।
চন্দ্রকোনারোডে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি, সমস্যার কথা শোনার উদ্যোগে প্রশাসন।












Leave a Reply