গবাদি পশু পালনে আগ্রহী করে তুলতে চন্দ্রকোনারোডে বকনা গরু বিলি করল মৎস্য ও প্রাণী দপ্তর ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গবাদি পশু পালনে আগ্রহী করে তুলতে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লক মৎস্য ও প্রাণিসম্পদের উদ্যোগে চন্দ্রকোনারোডে বকনা গরু বিলি করা হয়,এই দিন মোট ৬ জন গরীব প্রাণী পালকের হাতে তুলে দেওয়া হয় বকনা গরু, এই দিন উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ বিকাশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ অশোক কুমার টুডু, ইজি কর্মাধ্যক্ষ রামচন্দ্র সরেন, ব্লক প্রাণী সম্পদ আধিকারিক ডঃ তাপস কুন্ডু সহ অন্যান্য কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *