
বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাটের ঐতিহ্যবাহী দুর্গা বাড়ি একাডেমী সংঘের এবারের থিম ‘আবার বৃদ্ধ বণিকা’, বাজেট সাত লক্ষ টাকা। খুঁটি পূজার মধ্য দিয়ে শুরু হলো ৭৭ তম বর্ষের পুজো প্রস্তুতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, কাউন্সিলর শ্যামল কুমার সাহা ও শিখা মহন্ত সাহা চৌধুরী, চিকিৎসক সার্থক সেন শর্মা সহ ক্লাবের সদস্যরা। স্থানীয়রা সবাই খুব খুশি এই পুজো কে কেন্দ্র করে। প্রতিবারের ন্যায় এবারও বেশ ঝাক জনক ভাবে হবে দুর্গা পুজো।












Leave a Reply