মালদায় পৃথক দুই অভিযানে আড়াই কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার।

নিজস্ব সংবাদদাতা, মালদা: মালদার কালিয়াচক থানা এলাকায় বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার। পৃথক পৃথক দুই অভিযানে প্রায় আড়াই কোটি টাকার মাদক সহ ধৃত তিন মাদক পাচারকারী। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত তিন পাচারকারীর নাম যথাক্রমে-সামেদ সেখ, বয়স ২০ বছর। সামিমা আক্তার, বয়স ৩০ বছর। এবং অপরজনের নাম মহম্মদ রফিকুল ইসলাম। তিনজনেরই ‘বাড়ি মালদার কালিয়াচক থানা এলাকায়। এদের মধ্যে সামেদ সেখ এবং সামিমা আক্তারকে কালিয়াচক থানার পুলিশ জালালপুরের নতিবপুর এলাকায় ১২নং জাতীয় সড়ক থেকে পাকড়াও করে। তল্লাশিতে ধৃতদের হেপাজত থেকে উদ্ধার হয় ১কেজি ৫৩৯ গ্রাম ব্রাউন সুগার। এবং রফিকুল ইসলামকে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ পাকড়াও করে সুজাপুর এলাকা থেকে। তার হেপাজত থেকে উদ্ধার হয় ৫২০ গ্রাম ব্রাউন সুগার। সব মিলিয়ে পৃথক পৃথক দুই অভিযানে প্রায় আড়াই কোটি টাকার মাদক উদ্ধার হয়। ধৃতরা বিপুল পরিমাণ মাদক কোথায় পেল? কোথায় পাচার করতে যাচ্ছিল? এই পাচার চক্রে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে সোমবার ধৃতদের পুলিশি হেপাজতে নেওয়ার আবেদন জানিয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *