মালদার হাটে ভুয়ো চিকিৎসকের রমরমা, জীবন নিয়ে খেলায় উদ্বেগ।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- — হাটে বসছে চিকিৎসকরা!রমরমিয়ে চলছে তাদের চিকিৎসা পরিষেবা।দেদারে বিক্রি হচ্ছে ওষুধ। কিন্তু সেই চিকিৎসকদের নেই কোন ডিগ্রি নেই কোন লাইসেন্স। এক কথায় তারা ভুয়ো চিকিৎসক। কিন্তু গ্রামের সহজ সরল গরীব মানুষদের চিকিৎসক ভেবে ঠকছে।ভয়ানক এই ছবি সামনে আসার পর প্রশ্নের মুখে স্বাস্থ্য দপ্তরের ভূমিকা। এই সরকারটাই সম্পূর্ণ ভুয়ো। তাই তাদের আমলে সব ভুয়ো আক্রমণে বিজেপি। সাফায় তৃণমূলের। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকে গোবরাঘাট হাটে এই ছবি সামনে এসেছে। হাট মানে আমরা বুঝি যেখানে শাক সবজি, ফলমূল, মাছ মাংস, কাপড় সহ বিভিন্ন সামগ্রী বেশ কিছুটা সস্তায় মেলে। গ্রামের মানুষ ভিড় জমায়। কিন্তু সেই হাটেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে পসরা সাজিয়ে বসেছে এই ভুয়ো চিকিৎসকরা। কোন রকম ডিগ্রী ছাড়া যারা চিকিৎসা করছে। মানুষের কাছে জাল ওষুধ বিক্রি করছে। চলছে দাঁতের চিকিৎসা। এমনকি দাঁত তোলা হচ্ছে। গ্রামের মানুষ সস্তায় চিকিৎসা পাচ্ছে ভেবে সেখানে আসছে। কিন্তু যেখানে রীতিমতো মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ছে। চিকিৎসকরা নিজেরাই বলছেন তাদের কাছে কোন কাগজ নেই। তারা প্র্যাকটিস করতে করতে শিখেছে। কিন্তু প্রশ্ন উঠছে প্রকাশ্য দিবালোকে প্রশাসনের কি নজর পড়ছে না? কেন পদক্ষেপ নিচ্ছে না স্বাস্থ্য দপ্তর? শুধু এই হাট নয়। পার্শ্ববর্তী তুলসিহাটা, চাঁচল, সামসি সব হাটেই এই চিকিৎসকদের রমরমা। কবে এই সব চিকিৎসকদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে প্রশাসন। কাদের মদতে কোন রকম ডিগ্রি শিক্ষা ছাড়া এরা চিকিৎসা পরিষেবা দিচ্ছে। ওষুধ বিক্রি করছে। এসব প্রশ্ন থেকেই যাচ্ছে। বিজেপির অভিযোগ মানুষের জীবন নিয়ে খেলা চলছে। তৃণমূল থাকলে সব ভুয়ো হয়ে যাবে। যদিও তৃণমূলের দাবি এরকম চললে প্রশাসন অবশ্যই দ্রুত পদক্ষেপ নেবে। শুরু হয়েছে তরজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *