
পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা :- পূর্ব বর্ধমান জেলার রায়না-২ ব্লকের বিস্তীর্ণ রোয়া জমি দীর্ঘদিন জলমগ্ন থাকার পর অবশেষে জেগে উঠছে। ক্যানেলের নিকাশি ব্যবস্থায় জমে থাকা জল নেমে যাওয়ায় চাষীরা আবারও তাদের জমিতে চাষাবাদ শুরু করেছেন। যদিও গাছ বীজের তীব্র সংকট রয়েছে, তবুও কৃষকরা সর্বোচ্চ চেষ্টা করছেন পুনরায় জমি রোয়ার জন্য। দীর্ঘদিনের জলাবদ্ধতার পর মাঠে প্রাণ ফিরতে শুরু করায় চাষীদের মুখে কিছুটা হলেও হাসি ফুটেছে।












Leave a Reply