১২ দফা দাবিতে বামনগোলায় আদিবাসী সংগঠনের ডেপুটেশন।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —– ইউনাইটেড ফোরাম এফ অল আদিবাসী অর্গানাইজেশনস উত্তরবঙ্গ জোন এর ডাকে ১২ দফা দাবি বামনগোলা বিএল এবং বি এল আরও ডেপুটেশন। বামনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকায় ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনস, সদস্যরা বি এল আর অফিসের সামনে এসে উপস্থিত হন সেখানে পুলিশি করা নজরদারি ছিল তাদেরকে গেটে আটকে দেওয়া হয় সেখান থেকে তাদের কয়েকজন প্রতিনিধিদের বি এল আর অফিসে ডেপুটেশন জমা করতে দিতে যেতে দেওয়া হয়। এদিন তাদের দাবিগুলো ছিলো

১/আদিবাসীরা হিন্দু নয়। তাই হিন্দু Succession act এর sec(2) এর Sub-section (2) আইনটি আদিবাসীদের জন্য নয়। অতএব এই আইন আদিবাসীদের উপর জোরপূর্বক চাপানো চলবে না।
২) বে-আইনি ভাবে আদিবাসীদের জমি অ-আদিবাসীদের কাছে বিক্রি বা হস্তান্তর করা যাবে না।
3) পঞ্চায়েত দ্বারা প্রদান করা Death Certificate, Inheritance Certificate গ্রহণ ও মান্যতা দিতে হবে।
৪) সংবিধানের Article 13 এর Clause (3) এর Sub-Clause (a) অনুযায়ী আদিবাসীদের Custom অর্থাৎ Customary Law, রীতি, রেওয়াজকে মান্যতা দিতে হবে।
৫) আদিবাসীদের জমি তদন্ত করার জন্য গ্রামের মাঞ্জুহিবাবা, পাহান, লায়া, মোড়লদের সহযোগিতা ও Certified কপি নিতে হবে। সহ বিভিন্ন বিভিন্ন দাবি তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *