আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- ভারতবর্ষের স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার সকালে জটেশ্বরে তিরঙ্গা যাত্রার আয়োজন করল জটেশ্বর নজরুল সংঘ। এদিন সকালে সংশ্লিষ্ট ক্লাব পাঙ্গন থেকে ওই তিরঙ্গা যাত্রাটি শুরু হয়ে ফালাকাটার রংবাগান হয়ে তাসাটি ফুটবল মাঠ হয়ে তিরঙ্গা যাত্রাটি জটেশ্বর বাজার এলাকা পরিক্রমা করে ফের ক্লাব প্রাঙ্গনে ফিরে এসে শেষ হয়। এদিনের ওই তিরঙ্গা যাত্রায় ক্লাবের সদস্য এছাড়াও অংশ নেন বিভিন্ন বিদ্যালয়ে পড়ুয়ারা। এদিন স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দেশের স্বাধীনতা দিবস পালন করে জটেশ্বর নজরুল সংঘ।
জটেশ্বরে নজরুল সংঘের উদ্যোগে বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা।

Leave a Reply