মালদা, নিজস্ব সংবাদদাতাঃ — মালদার মহদীপুর ভারত বাংলাদেশ সীমান্তের আমদানি রপ্তানির সাথে যুক্ত চারটি ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে যৌথভাবে ভারতের ৭৯ তম স্বাধীনতা দিবস উদযাপন করা হলো। শুক্রবার সকালে ভারত বাংলাদেশ সীমান্তের মহদীপুর স্থলবন্দরে আয়োজন করা হয়েছিল স্বাধীনতা দিবস উদযাপন কর্মসূচির। এদিন প্রথমে দেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয় তারপর ভারত মাতার প্রতিকৃতিতে মাল্যদান এবং জাতীয় সংগীতের মধ্যে দিয়ে স্বাধীনতা দিবস উদযাপনে শামিল হন সীমান্ত এলাকার ব্যবসায়ী সংগঠনের ব্যবসায়ীরা। এছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলা কাস্টম দপ্তরের আধিকারিক, পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং বিএসএফের আধিকারিকরা। এছাড়াও উপস্থিত ছিলেন মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্যরা। এছাড়াও এদিন ভারত বাংলাদেশ সীমান্তের একেবারে জিরো পয়েন্টে। মালদার মহদীপুর স্থল বন্দরে দু’দেশের জিরো পয়েন্টে দাঁড়িয়ে ওপার বাংলার বিজিবি এবং ব্যবসায়ীদের সংবর্ধনা জানালেন এপার বাংলার ব্যবসায়ীরা। শেখ হাসিনার উত্থানের পর এখনো স্বাভাবিক ছন্দে ফেরেনি বাংলাদেশ। এই অবস্থায় দেশের ৭৯ তম স্বাধীনতা দিবসে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এপার বাংলার ব্যবসায়ী সংগঠনের এই উদ্যোগ।
মহদীপুর সীমান্তে যৌথভাবে উদযাপিত ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস।

Leave a Reply