মহেন্দ্রপুরে অঙ্গনওয়াড়ি সেন্টার বন্ধে বিক্ষোভ, অভিভাবক ক্ষুব্ধ।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —বৃষ্টির অজুহাতে সেন্টার বন্ধ রাখার অভিযোগে অঙ্গনওয়াড়ি সেন্টারে বিক্ষোভ অভিভাবকদের। ঘটনাটি ঘটেছে আজ,বুধবার দুপুরে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মহেন্দ্রপুর গ্রামে। সেন্টার বন্ধ রাখার অভিযোগ উঠেছে
কর্মী মনি কুন্তলা সাহার বিরুদ্ধে। যদিও কর্মীর সাফাই সিডিপিও কে জানিয়ে বৃষ্টির কারণে ছুটি রাখা হয়েছে। অভিযোগ সেন্টারটি শান্তি পাড়ায় থাকলেও কর্মী নিজের বাড়িতে খেয়ালখুশিমতো চালান। সেন্টারে নিয়মিত খাবার দেওয়া হয় না। বিভিন্ন অজুহাতে মাসে ১০-১২ দিন ছুটি রাখেন। অভিযোগ করলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। মেনু চার্ট অনুযায়ী খাবার দেওয়া হয় না। সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত সেন্টার খোলা রাখেন।১১ টার পরে খাবার দেওয়া হয় না। আজ সেন্টারে কোনও খাবার না দেওয়া হয়নি। সেন্টার লাগোয়া মুদিখানার দোকানে ঠাই হয়ে বসে
থাকতে দেখা যায় কর্মীকে। সেন্টার কেন‌ বন্ধ রাখা হয়েছে প্রশ্ন করতেই তেলে বেগুনে জ্বলে উঠেন কর্মী। কর্মীর ব্যাবহারে ক্ষুব্ধ অভিভাবকরা। সেন্টারের জায়গা পরিবর্তনের দাবি করেছেন স্থানীয়রা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *