
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গতকালই পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গীনি পঞ্চায়েত সমিতির বিজেপির সভাপতি সঙ্গীতা আদক মাইতি তৃণমূলে যোগদান করেন।যোগদানের পরেই বিজেপি নেতৃত্ব বৈঠক করে মেছেদায়,পরে সাংবাদিক বৈঠক করেন জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছাইত। আর এই সাংবাদিক বৈঠকে কটাক্ষ করার পাশাপাশি দলত্যাগী বিজেপি নেত্রীকে কুরুচিকর মন্তব্য করে বলে অভিযোগ তৃণমূলের।আর ঠিক সেইকারনে আজ রাতে মেছেদায় শান্তিপুর ১ অঞ্চল তৃনমাল কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করা হয়।এই বৈঠকে স্পষ্ট বলা হয়,আগসমী কাল বিকেল চারটায় বিক্ষোভ কর্মসূচীর ডাক দেওয়া হয়েছে তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে।এদিন সাংবাদিক বৈঠক করলেন শান্তিপুর ১ অঞ্চল তৃৃণমূল কংগ্রেসের সভাপতি সেক আফসার আলি।












Leave a Reply