
কাঁচরাপাড়া, নিজস্ব সংবাদদাতা:- শুভেন্দু অধিকারীর ব্যানার ছিড়লো কিছু দুষ্কৃতীরা। বিশপুর নেতৃত্ব সজল কর্মকার তিনি জানান গতকাল গভীর রাতে তৃণমূলের দুষ্কৃতীরা এই কাজটি করেছে। এবং সিসিটিভি ক্যামেরা রয়েছে সেগুলো ভাঙাও হয়েছে। প্রশাসন ব্যর্থ তদন্ত করতে। তৃণমূল কাঁচরাপাড়ার রাস্তায় বোতল কুরানির থেকেও টাকা খাচ্ছি এবং এই ব্যানার পোস্টার এর যে কার্ড সেগুলো নিয়ে তারা বিক্রি করে খাচ্ছে। চোর তৃণমূল করলে অভিযোগ করছে বীজপুর নেতৃত্ব সজল কর্মকার। ওয়ার্ডের কাউন্সিলরায় বলে বিজেপি এইসব কাজটা করিয়ে এখন শিরোনামে আসতে চাচ্ছে। তৃণমূল এই কাজটা কখনো করতে পারে না। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এইসব কাজ করা আমাদের কখনো শেখায় নি।












Leave a Reply