
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- প্রত্যেক বছরের মতো এই বছরও শনিবার জন্মাষ্টমীর পূর্ণ লগ্নে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট রাধামাধব মন্দিরে এলাকার ছোট্ট ছোট্ট শিশুদের নিয়ে রাধা কৃষ্ণ সাজো প্রতিযোগিতার আয়োজন করা হয়, ব্লকের পাশাপাশি পার্শ্ববর্তী ব্লক থেকে ছোট্ট ছোট্ট শিশুরা অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়, এই সম্বন্ধে মন্দিরের এক সেচ্ছাসেবক জানিয়েছেন প্রত্যেক বছরের মতো এ বছরও আয়োজন করা হয়েছে এই প্রতিযোগিতা, তবে এই প্রতিযোগিতাকে ঘিরে শিশু এবং আগত ছোট্ট ছোট্ট শিশুদের পরিবার পরিজন খুব উৎসাহের সহিত এই প্রতিযোগিতায় অংশ নেয়, পাশাপাশি জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন পূজা অর্চনার আয়োজন করা হয় মন্দির কর্তৃপক্ষের তরফে, পাশাপাশি প্রসাদ বিতরণ করা হয় মন্দির কমিটির পক্ষ থেকে।












Leave a Reply