বালুরঘাটে ১৮ আগস্ট পালিত হবে স্বাধীনতা দিবস।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- সারা দেশ যখন ১৫ আগস্ট স্বাধীনতার আনন্দে মেতেছিল, তখন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ছিল অনিশ্চয়তার আবহে আচ্ছন্ন। কারণ, সে সময় বালুরঘাট ও সংলগ্ন অঞ্চল পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনার মুখে দাঁড়িয়েছিল। প্রশাসনিক ভবনে পাকিস্তানের পতাকা উত্তোলনও করা হয়েছিল। তিনদিন ধরে চলেছিল টানটান উত্তেজনা, সংঘর্ষ ও প্রতিরোধ।

অবশেষে স্বাধীনতা সংগ্রামীদের প্রচেষ্টায় ১৯৪৭ সালের ১৮ আগস্ট বালুরঘাট ভারতের অন্তর্ভুক্ত হয়। সেদিন সকালে প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং বিকেলে শহরে বিশাল মিছিল ও জমায়েতের আয়োজন করা হয়। বহু প্রতীক্ষার পর প্রাপ্ত স্বাধীনতার স্বাদে উল্লাসে ফেটে পড়ে গোটা শহর।

এই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর ১৮ আগস্ট বালুরঘাটে পালিত হয় ‘স্বাধীনতা দিবস’। এবছরও দিনটি উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে শহরজুড়ে। শহরের বিভিন্ন সংগঠন ও প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *