রায়দিঘি, নিজস্ব সংবাদদাতা:- মৎস্যজীবীদের বিক্ষোভে উত্তাল রায়দিঘি। রায়দিঘি ফরেস্ট অফিসের সামনে শতাধিক মৎস্যজীবী জড়ো হয়ে বিক্ষোভ দেখান। তাদের দাবি ইংরেজ আমলের এক আইন অন্যায় ভাবে এখন জারি করা হচ্ছে। এর ফলে লক্ষ লক্ষ মৎস্যজীবী তাদের জীবীকা হারাবেন। ফলে মৎস্যজীবীরা তাদের জীবীকা হারানোর ভয়ে অর্ডার কপি পুড়িয়েছেন।
রায়দিঘি থেকে আন্দোলন শুরু হওয়ার পর আগামীকাল নামখানা, পাথরপ্রতিমা ও ডায়মন্ড হারবার হয়ে গোটা জেলা জুড়ে চলবে। মূলত এই আইনের ফলে মৎস্যজীবীরা চুলকাটি ১ থেকে ৮ পয়েন্ট ও ডুলিভাসানি ১ থেকে ৮ পয়েন্ট বন্ধ। বাকি সুন্দরবন কোর এরিয়ায় মাছ ধরা বন্ধ। ফলে আর কোথাও মাছ ধরতে পারবেনা তারা।
এছাড়াও একাধিক নিয়ম জারি হয়েছে। যার ফলে এই আন্দোলন চলছে।
Leave a Reply