দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- সোমবার সকালে ঐতিহাসিক ১৮ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালন করল বিজেপি। গোটা ভারতবর্ষে যখন ১৫ই আগস্ট স্বাধীনতার আনন্দে মেতে উঠেছিল, তখন স্বাধীনতার স্বাদ থেকে বঞ্চিত ছিল পশ্চিমবঙ্গের কালুরঘাট তথা তদানীন্তন পশ্চিম দিনাজপুর জেলা।
স্বাধীনতা সংগ্রামীদের নিরলস প্রচেষ্টা ও বিপ্লবীদের অক্লান্ত আন্দোলনের ফলে ১৯৪৭ সালের ১৮ আগস্ট বালুরঘাটের প্রশাসনিক ভবনে ইংরেজরা ভারতীয় জাতীয় পতাকা তুলতে বাধ্য হয়। সেই দিনই বালুরঘাট তথা বর্তমান দক্ষিণ দিনাজপুরকে স্বাধীন ঘোষণা করা হয়। সেই স্মরণীয় দিনটিকে মাথায় রেখেই প্রতিবছর বালুরঘাটবাসী ১৮ আগস্টকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করে আসছেন।
এদিন বিজেপির পক্ষ থেকেও অনুষ্ঠান আয়োজন করা হয়। বিজেপি বিধায়ক অশোক কুমার লাহিড় জাতীয় পতাকা উত্তোলন করে দিনের সূচনা করেন। পরে দেশাত্মবোধক গান ও দেশপ্রেমিক স্লোগানে মুখরিত হয় গোটা পরিবেশ।
Leave a Reply