কলকাতার বিদ্যাসাগর কলেজে ফিউচার ফর নেচার ফাউন্ডেশন,বঙ্গভূমি সাহিত্য পত্রিকা ও বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজের উদ্যোগে গ্রন্থ প্রকাশ, সেমিনার ও কবি সম্মেলন অনুষ্ঠিত ।

সুখময় মন্ডল, কলকাতা:- ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ১৭আগস্ট, ২০২৫(রবিবার), বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজে Future For Nature Foundation এর উদ্যোগে ও বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজ ও বঙ্গভূমি সাহিত্য পত্রিকা’ র সহযোগিতায় এক বর্ণাঢ্য ইতিহাস, সাহিত্য ও পরিবেশ সমাজকর্মের মেলবন্ধন অনুষ্ঠিত হল। অসংখ্য গুণীজনদের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো – ড. মহীতোষ গায়েন ও ড.অর্ণব দত্ত সম্পাদিত” ভারতের স্বাধীনতা সংগ্রামে নারী” নামক ইতিহাস গ্রন্থ। প্রকাশক- বর্ণাক্ষর সাহিত্য প্রকাশনীর কর্ণধর,অরিজৎ মিত্র।
যদিও গত ১৪ আগস্ট গ্রন্থটির মাঙ্গলিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী,বিশিষ্ট নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা,ঔপন্যাসিক,প্রাবন্ধিক
অধ্যাপক ব্রাত্য বসু।
এদিন যাঁদের উপস্থিতিতে এই কর্মসূচি সার্থক রূপ পেয়েছে – ড. মধুপর্না রায় চৌধুরী, অধ্যাপক, কলকাতা বিশ্ববিদ্যালয় (AIHC বিভাগ), ড. সর্বজিৎ যশ, ইতিহাস গবেষক ও অধ্যাপক(বর্ধমান বিশ্ববিদ্যালয়),ব্রিগেডিয়ার তুষার কান্তি মুখার্জী, বিশিষ্ট কবি-সাহিত্যিক ,দিলীপ কুমার প্রামাণিক, বিশিষ্ট কবি-সাহিত্যিক ,দেব নারায়ণ দাস, (সভাপতি- বঙ্গভূমি সাহিত্য পত্রিকা), দীপক কুমার মৃধা, প্রাক্তন পশ্চিমবঙ্গ সরকারি আধিকারিক, কবি-সাহিত্যিক, ড. পল্লবী মিত্র,(অধ্যাপিকা, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়), মহাশ্বেতা বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট কবি-সাহিত্যিক ,
গৌতম দাস(ডেপুটি কমিশনার, কলকাতা পুলিশ)
ড.মহীতোষ গায়েন,ভাইস প্রিন্সিপাল সিটি কলেজ, কলকাতা( সহ-সভাপতি – ওয়েবকুপা পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি) স্বর্ণপদক প্রাপ্ত সাহিত্যিক ও ইতিহাসবিদ, সমাজ চিন্তক। ড. অর্ণব দত্ত,স্বর্ণপদক প্রাপ্ত ইতিহাস গবেষক ও লেখক ( যুগ্ম সম্পাদক, বঙ্গভূমি সাহিত্য পত্রিকা), ড. দীপ্তি মুখার্জী, বিশিষ্ট কবি-সাহিত্যিক, সম্পাদক,ড. সহদেব দোলুই, স্বর্ণপদক প্রাপ্ত কবি-সাহিত্যিক (যুগ্ম সম্পাদক, বঙ্গভূমি সাহিত্য পত্রিকা), ড. দীপ্তি মুখার্জী, বিশিষ্ট কবি-সাহিত্যিক ও সমাজসেবিকা ,নিমাই চন্দ্র ঘোষ, প্রধান শিক্ষক, কবি সাহিত্যিক, সমাজসেবী ও অভিনেতা , রাজদূত সামন্ত,প্রধান শিক্ষক ও পরিবেশ কর্মী সহ বহু বিশিষ্ট জন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজের প্রিন্সিপাল ড. অর্ঘ্য সরকার।
আলোচক ছিলেন উক্ত সংগঠনের সভাপতি, পরিবেশ বিজ্ঞানী ড. স্বাতী নন্দী চক্রবর্তী এবং সম্পাদক শুভ্রদীপ ঘোষ।
প্রদীপ প্রজ্জলন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়, গুণীজনদের বক্তব্য, সেমিনারে পেপার প্রেজেন্টেশন,কবিতা পাঠ ও পরিবেশ বিষায়ক আলোচনা বেশ জাঁকজমকপূর্ণ ভাবে পরিবেশিত হয়। অধ্যাপক মহীতোষ গায়েন,ড, সর্বজিৎ যশ সহ কয়েকজন গুণীজনদের “জীবনকৃতী সম্মান” প্রদান করা হয়, কবিতা পাঠের জন্য “বিদ্যাসাগর স্মৃতি সম্মান” প্রদান করা হয়, এছাড়াও “পরিবেশ যোদ্ধা সম্মান” প্রদান করা হয় ডাক্তার সুবীর কুমার ঘোষকে।
এছাড়াও উপস্থিত ছিলেন ৪৪ জন গবেষক যারা প্রকাশিত বইটিতে মূল্যবান প্রবন্ধ দিয়ে সমৃদ্ধ করেছেন ,যথা- ড. সর্বজিৎ যশ, ড. মুনাই পরামানিক, বীণা দাস, ব্রিগেডিয়ার তুষার কান্তি মুখোপাধ্যায়ে
ড.রেশমা খাতুন(রবীন্দ্র গবেষক), ড. প্রসেনজিৎ সরকার, যুগল মুখোপাধ্যায়, অজয় ভট্টাচার্য, নমিতা টুডু(হাঁসদা), পূর্বাশা মিত্র, নিমাই চন্দ্র ঘোষ প্রমুখ, শাহ আলম মন্ডল, সুজাতা সাহা, কুন্তল অধিকারী, হিমেন্দু দাস, ড. পিনাকী শঙ্কর পান্ডে ,অমলেন্দু ঘোষ প্রমুখ।
সঙ্গীত পরিবেশন করেন- উমা সিনাহা ও শিশু শিল্পী- শ্রীনিধি সামন্ত ও অন্তিকা দত্ত।
নৃত্য পরিবেশন করেন- অয়ন্তিকা দত্ত, বনবীণা মুখার্জী কবিতাপাঠে অংশগ্রহণ করেন ৩৫জন গুণী কবি-সাহিত্যিকগণ,যথা- কেয়া চক্রবর্তী, আহেদা খাতুন(সংগঠক) রমা মুখার্জী, সজল সাঁতরা, সেখ সরফরাজ, আলোলিকা পাল, অভিজিৎ দত্ত, নবলতা শীল, সুলেখা বিশ্বাস, শাহ্আলম মন্ডল, স্নিগ্ধা সেন, শ্যামসুন্দর সরকার, সুচিত্রা ব্যানার্জী, চন্দ্রা মুখার্জী, সঞ্জীবণ দত্ত, অনির্বাণ বাড়, দীপান্বিতা হক কুন্ডু, অন্তরা মন্ডল, বান্টী পান্ডে প্রমুখ।এদিনের অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক সাহিত্যিক, কবি, গুণীজন,
পরিবেশ ও সমাজকর্মী উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বঙ্গভূমি সাহিত্য পত্রিকার যুগ্ম সম্পাদক ড.অর্ণব দত্ত,সহদেব দলুই ও বিশিষ্ট আবৃত্তিকার কেয়া চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *