পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে “আমাদের পাড়া,আমাদের সমাধান”কর্মসূচি, সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা দু নম্বর ব্লকের গোয়ালতোড়ের পিংবনীতে “আমাদের পাড়া,আমাদের সমাধান” প্রকল্পের ক্যাম্পের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, BDO দেবঋষি ব্যানার্জি, পঞ্চায়েত সমিতির সভাপতি দীনবন্ধু দে, জয়েন্ট বিডিও ও গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং স্থানীয় বিশিষ্ট সমাজসেবী সুধাংশু শেখর মন্ডলসহ অন্যান্য ব্যক্তিবর্গ, মূলত এই ক্যাম্পে এলাকার রাস্তাঘাটের সমস্যা,পানীয় জলের সমস্যা সহ বিভিন্ন সমস্যা সমাধান নিয়ে আলোচনা করা হয়। এই দিন BDO জানিয়েছেন আগামী দিনেও ব্লকের বিভিন্ন জায়গায় এই ধরনের ক্যাম্প করা হবে।
গোয়ালতোড়ের পিংবনীতে “আমাদের পাড়া,আমাদের সমাধান”কর্মসূচিতে উপস্থিত জেলা পরিষদের সভাধিপতি ।

Leave a Reply