পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার শহীদ মাতঙ্গিনী ব্লকের অন্তরগত খারুই গ্রামে বেশ কয়েক দিন ধরে চুরির ঘটনা ঘটেই চলেছে।এই ঘটনার কারনে আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসীরা।এরপর গ্রামবাসীরা সঙ্ঘবদ্ধ ভাবে রাত পাহারাও দিতে থাকলেও চুরি আটকানো যায়নি বলে তাদের অভিযোগ।চুরি করতে এলে একজনকে হাতে নাতে ধরে ফেলে গ্রামবাসীরা, পরে আর একজনকে ধরে আনে গ্রামবাসীরা।তমলুক থানার পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে এসে দুজনকে আটক করে থানায় নিয়ে যেতে গেলে গ্রাম বাসীরা পুলিশকে ঘিয়ে বিক্ষোভ দেখায় দুজনের শাস্তির দাবিতে। পুলিশের আশসাসে বিক্ষোভ তুলে নেয় গ্রামবাসীরা। পুলিশ দুজনকে আটক করে তমলুক থানায় নিয়ে যায় জিজ্ঞাসা বাদের জন্য।
চুরির ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো তমলুকের খারুই গ্রামে।

Leave a Reply