পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ছাগল গাড়ির ভেতরে ষাঁড় চুরি করে যাবার পথে আটক ২ উত্তেজনা খেজুরির জাহানা বাদে।।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,
খেজুরি থানা এলাকার পাঁচুড়িয়া গ্রাম থেকে দুইজন ছাগল বিক্রেতা একটি টোটো তে করে ছাগল গাড়ির মধ্যে দুটো ষাঁড় নিয়ে কলা গাছিয়া বাজারের ওপর দিয়ে নন্দীগ্রামের কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল।
স্থানীয় বাসিন্দারা সন্দেহবশত তাদেরকে আটক করার চেষ্টা করলে তারা পালানোর চেষ্টা করে। ধাওয়া করিস স্থানীয় বাসিন্দারা। কলাগাছিয়া বাজার থেকে প্রায় চার কিলোমিটার দূরে যাহানাবাদ গ্রামের ভেতর তাদেরকে আটক করে স্থানীয় বাসিন্দারা।
ঘটনা চাউর হতেই একে একে জড়ো হতে শুরু করে ওই এলাকার স্থানীয় বাসিন্দারা।
আটক করে রাখা হয় দুজন ছাগল বিক্রেতাকে।
ঘটনাস্থলে পৌঁছায় খেজুরি থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা।
দুই অভিযুক্তকে আটক করে খেজুরি থানায় নিয়ে যায় খেজুরি থানা পুলিশ।।
জানা গেছে জিয়াউল রহমান খান ও শেখ শাকিল আলী দুজনেই নন্দীগ্রামের ভেক্টুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা
ছাগল গাড়ির মধ্যে ষাঁড়? উত্তেজনা খেজুরির জাহানাবাদে!

Leave a Reply