দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- গ্রামের মানুষের দাবি কী? গ্রামের রাস্তা পাকা আছে কী না? পানীয় জল ঠিকঠাক পাচ্ছেন কী না? এসবের খোঁজ নিতে এবং সাধারণ মানুষের কাছ থেকে সরাসরি অভাব-অভিযোগ শুনতে পর্যবেক্ষককে সঙ্গে নিয়ে আমাদের পাড়া,আমাদের সমাধান ক্যাম্প হাজির হলেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা।
মঙ্গলবার তপন ব্লকের হজরতপুর গ্রাম পঞ্চায়েতের চকবলিরাম বসেছিল আমাদের পাড়া,আমাদের সমাধান ক্যাম্প। দুপুর হতে জেলা শাসক বিজিন কৃষ্ণা হাজির হন চকবলিরাম প্রাথমিক বিদ্যালয়ে পাড়ায় সমাধান ক্যাম্পে। তাঁর সঙ্গে ছিলেন পর্যবেক্ষক আর অর্জুন। সেখানে তিনি সাধারণ মানুষের সঙ্গে রাস্তাঘাট,পানীয় জল,বিদ্যুৎ ব্যবস্তা সহ একাধিক বিষয় সরাসরি কথা বলেন। সেই সঙ্গে গ্রামের মানুষের সমস্যা ও দাবি-দাওয়া গুলি নথিভুক্ত করেন। এদিন তাঁর সঙ্গে ছিলেন তপনের বিডিও তীর্থঙ্কর ঘোষ, তপন পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা বর্মন,হজরতপুর গ্রাম পঞ্চায়েত প্রধান রীতা মৃধা প্রমুখ। মানুষের অভিযোগ খতিয়ে দেখে দ্রুত সমাধানের আশ্বাস দেন জেলাশাসক।
তপনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ ক্যাম্পে হাজির জেলা শাসক বিজিন কৃষ্ণা।

Leave a Reply