নিজস্ব সংবাদদাতা, মালদা—- জন্মাষ্টমী উৎসবে সামিল হলেন ইংরেজবাজার পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের নাগরিকরা। শনিবার রাতে ইংরেজবাজার পৌরসভা কর্তৃক নির্মিত বিশাল আকৃতির গোপাল প্রতীমা পূজার্চনা এবং নাম সংকীর্তনের আয়োজন করা হয় গোপাল মূর্তি প্রাঙ্গনে । এদিন রাতে ২৫ নম্বর ওয়ার্ডের ঘোড়া পীর এলাকায় জন্মাষ্টমী উপলক্ষে গোপাল প্রতিমা পূজার পাশাপাশি সংকীর্তনের আয়োজন করা হয়। বহু ভক্ত উপস্থিত হয়ে জন্মাষ্টমী উৎসবে শামিল হন। উপস্থিত ছিলেন, চাঁচল বিধায়ক নীহাররঞ্জন ঘোষ, ওয়ার্ড কাউন্সিলর কাকলি কর্মকার, বিশিষ্ট সমাজসেবী কমল ঘোষ, সন্তোষ কর্মকার সহ ওয়ার্ড কমিটির অন্যান্য সদস্যরা।
মালদায় জন্মাষ্টমী উৎসবে ভক্তদের ভিড়, বিশাল গোপাল প্রতিমায় পূজার্চনা ও নামসংকীর্তন।

Leave a Reply