দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট সাইকেল কমিউনিটি এবং কথকের যৌথ আয়োজনে মহান ও ঐতিহাসিক ১৮ আগস্ট পালন করা হয়। প্রথমে সাইকেল চালিয়ে বালুরঘাট হাইস্কুল মাঠে জড়ো হয় সংস্থা দ্বয়ের সদস্য বিজন সরকার, তুহিনশুভ্র মণ্ডল, সনাতন প্রামাণিক, সঙ্গীত কুমার দেব, প্রদীপ সাহা, পিন্টু বিশ্বাস এবং একাদশ শ্রেণীর শিক্ষার্থী শ্রেয়া দাস,বৃষ্টি মণ্ডল, অঙ্কিতা দাস, তিথি দাস। প্রথমে জাতীয় তেরঙ্গা পতাকা উত্তোলন করেন দীপক ঘোষ।
ঐতিহাসিক ১৮ আগস্টের মাহাত্ম ও তাৎপর্য ব্যখ্যা করেন সদস্য তুহিনশুভ্র মণ্ডল। বন্দেমাতরম ধ্বনি তোলেন বিজন সরকার। স্বাধীনতা দিবসের গুরুত্ব, স্বাধীনতা সংগ্রামী দের প্রতি শ্রদ্ধা, জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদ এবং ১৮ আগস্টের গৌরব ও প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করে শপথ গ্রহণ করা হয়। একদম শেষে জাতীয় সঙ্গীত গাওয়া হয়।
বালুরঘাট সাইকেল কমিউনিটির সদস্য ও কথকের সম্পাদক তুহিনশুভ্র মণ্ডল জানান, ‘ অন্যান্য বছরের মতোই এবারো আমরা ১৮ আগস্ট উদযাপন করছি। নতুন প্রজন্মকে এই মহান দিনের গর্বের কথা এভাবেই জানিয়ে যাবো’
সোমবার সকালে ঐতিহাসিক ১৮ আগস্ট পালন করে বালুরঘাট সাইকেল কমিউনিটি এবং কথক।

Leave a Reply