তপসিয়া, নিজস্ব সংবাদদাতা:- এলাকাবাসীর অভিযোগ অভিযোগ ৫৯ নম্বর ওয়ার্ড এর দারা পাড়ায় তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ । তারপরে বোমা বাজির ঘটনা আহত স্থানীয় বাসিন্দারা। শাবির, পারভেজ নামে দুষ্কৃতীদের বিরুদ্ধে উঠছে অভিযোগ।
আহত হয়েছেন একাধিক সাধারণ মানুষ। নিকটবর্তী হাসপাতালে চলছে চিকিৎসা।
এলাকায় প্রচুর পুলিশ বাহিনী। এলাকাবাসীর অভিযোগ, আগেও উত্তপ্ত হয়ে উঠেছিল এই এলাকা। তদন্ত চালাচ্ছে পুলিশ।
সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আলাম এবং রহমত দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা স্থানীয়দের অভিযোগ ২২ শে জুলাই থেকেই এই ঝামেলা চলছে বাচ্চা বাচ্চা ছেলেদের গোষ্ঠীতে টেনে ভাঙচুর বোমাবাজি করা হয়, গতকালও বোমাবাজি করা হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ এর জেরে দুজন আহত হয়েছে যদিও পুলিশ সূত্রে জানা যাচ্ছে কোন বোমাবাজি হয়নি। বেশ কিছু জায়গায় পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে যেখানে যেখানে ঝামেলা হয়েছে ইতিমধ্যেই ঘটনার জেরে ২৩ জনকে আটক করেছে পুলিশ।
অন্যদিকে স্থানীয়দের অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধির মদতেই এগুলো হচ্ছে বেআইনি নির্মাণ, সিন্ডিকেট নিয়েই এই ঝামেলার সূত্রপাত। জুম্মান বলে মূল অভিযুক্ত সহ ২৩ জনকে গ্রেফতার করলো পুলিশ।
রহমত এবং আলাম আরও দুই অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ।
ভাঙচুর করা সহ পুলিশদের কাজে বাধা দেওয়া এবং পুলিশের উপরে ইট ছোড়া হয়েছিল একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
আদেও বোমাবাজির মতো কোনো ঘটনা ঘটেছে কিনা প্রত্যেকটি সিসিটিভি ক্যামেরা ফুটেজ এবং ভিডিও ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
Leave a Reply