নিজস্ব সংবাদদাতা, মালদা—–গাজোল দুগ্ধ ও ছানা ব্যবসায়ী যাদব সমিতির উদ্যোগে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পুজার দ্বিতীয় দিনের অনুষ্ঠানের রবিবার রাত্রিতে প্রথমে বিশেষ অতিথিদের বরন করে নেন ।এরপর বিশেষ আকর্ষণীয় ভাবে দশটি ডাব হাত দিয়ে মেরে ফাটিয়ে তাক লাগিয়ে দেয় দর্শকদের।এরপর কচিকাঁচাদের একাধিক নিত্য অনুষ্ঠান হয় রবিবার রাত্রি দশটা নাগাদ গাজোল সুকান্ত পল্লী এলাকায়। উপস্থিত ছিলেন গাজোল দুগ্ধ ও ছানা ব্যবসায়ী যাদব সমিতির সভাপতি শ্যামল ঘোষ, সহ-সভাপতি কার্তিক ঘোষ, সেক্রেটারি রাজা ঘোষ, সহ সেক্রেটারি দিলীপ ঘোষ,চিরঞ্জিত ঘোষ,রাজকুমার ঘোষ,তপন ঘোষ, ধনা ঘোষ ও গাজোল ব্লক যাদব সভার সভাপতি ছবি লাল ঘোষ, সম্পাদক মধুসূদন ঘোষ,যাদব মহাসভার রাজ্যের সভাপতি শ্যামচাঁদ ঘোষ,গাজোল মহাবিদ্যালয়ের প্রফেসার শ্যাম কুমার ঘোষ,রাজকুমার ঘোষ বলেন তাদের গাজোল দুগ্ধ ও ছানা ব্যবসায়ী যাদব সমিতির দ্বিতীয় দিনের পুজো জমে উঠেছে মালদা থেকে আগত বাপি ঘোষ তিনি দশটি ডাব হাতে মেরে ভেঙে, দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুভ সূচনা করেন। এছাড়া একাধিক নিত্য সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। যারা ভালো নাচবে তাদেরকে পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হবে।আগামী দিন অর্থাৎ সোমবার শেষ দিনের অনুষ্ঠান রয়েছে প্রতিমা নিরঞ্জন।
গাজোলে যাদব সমিতির জন্মাষ্টমী পূজার দ্বিতীয় দিনে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান।

Leave a Reply