হুগলী, নিজস্ব সংবাদদাতা:- হুগলী গ্রামীণ জেলার চন্ডীতলা থানার উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে ফের একবার আস্থা ফিরল পুলিশের প্রতি। সম্প্রতি থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের নেতৃত্বে পুলিশের তৎপরতায় উদ্ধার করা হয়েছে চুরি হয়ে যাওয়া একাধিক মোবাইল ফোন ও প্রতারণার মাধ্যমে হারানো টাকা। পরে এই সামগ্রী ও অর্থ আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের হাতে তুলে দেন চন্ডীতলা থানার পুলিশ।
জানা গেছে, এলাকার বিভিন্ন মানুষ দীর্ঘদিন ধরে চুরি ও প্রতারণার শিকার হয়েছিলেন। কেউ হারিয়েছিলেন তাদের ব্যবহার্য মোবাইল ফোন, আবার কেউ কেউ অনলাইন প্রতারণার মাধ্যমে অর্থ হারিয়েছিলেন। ঘটনাগুলির অভিযোগ থানায় দায়ের হওয়ার পর থেকেই সক্রিয় ভূমিকা গ্রহণ করে পুলিশ। ধারাবাহিক তদন্ত ও প্রযুক্তির সহায়তায় অবশেষে বহু মোবাইল ও টাকার হদিস মিলেছে।
চন্ডীতলা থানার আধিকারিকরা উদ্ধারকৃত সামগ্রী প্রকৃত ভুক্তভোগীদের হাতে ফিরিয়ে দিয়ে জানান, মানুষের আস্থা বজায় রাখাই পুলিশের প্রধান লক্ষ্য। অপরাধ দমনে শুধু নয়, মানুষ যাতে নিরাপদ ও সুরক্ষিত বোধ করেন, সেটাই তাঁদের কাজের মূল উদ্দেশ্য।
এই ঘটনায় খুশি সাধারণ মানুষ। তাঁদের বক্তব্য, পুলিশের এই উদ্যোগে তাঁরা যেমন স্বস্তি পেয়েছেন, তেমনই ভবিষ্যতে পুলিশের প্রতি ভরসা আরও বেড়ে গেল। চন্ডীতলা থানার এই উদ্যোগ হুগলী গ্রামীণ জেলার অন্যান্য থানার কাছেও এক অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।
—
পুলিশের সতর্কবার্তা ও ভবিষ্যৎ পরিকল্পনা—
চন্ডীতলা থানার পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক করে জানানো হয়েছে, অচেনা ফোন নম্বর থেকে আসা লিঙ্কে কখনোই ক্লিক করবেন না এবং অপরিচিত কাউকে নিজের ব্যক্তিগত তথ্য বা ব্যাঙ্কের বিবরণ দেবেন না। সন্দেহজনক কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে থানার হেল্পলাইন বা নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
পাশাপাশি, থানার তরফে জানানো হয়েছে ভবিষ্যতে এ ধরনের প্রতারণা ও চুরি রুখতে আরও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নজরদারি বাড়ানো হবে। এলাকায় বিশেষ সচেতনতামূলক কর্মসূচিও নেওয়ার পরিকল্পনা রয়েছে।
Leave a Reply