তপনে ভারত জাকাত মাঝি পরগণার ৬ দফা দাবিতে থানায় ডেপুটেশন।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- তপনেও ভারত জাকাত মাঝি পরগণা মহলের পক্ষ থেকে ৬ দফা দাবির ভিত্তিতে তপন থানায় ডেপুটেশন দেওয়া হয়। এদিন ডেপুটেশন দেবার আগে তপনের চৌরঙ্গি থেকে মিছিল বের করা হয় মিছিলটি তপনের বিভিন্ন এলাকা ঘুরে থানায় হাজির হয়। এরপর সাত জনের এক প্রতিনিধির দল আইসি জনমারি ভিয়ান্নে লেপচার সঙ্গে দেখা করে স্মারক লিপি তুলে দেন। দাবি গুলির মধ্যে ছিল আদিবাসী জমি নিজ লামা নিয়ে অবৈধভাবে রেকর্ড করে দলিল বের করে নেওয় হচ্ছে। এই চক্র বন্ধ করতে হবে। আদিবাসী জমি থাকা সত্বেও পাট্টা কাগজ দেওয়া হচ্ছে না। অবিলম্বে পাট্টা দেবার ব্যবস্থা করতে হবে।ভারত জাকাত মাঝি পরগণার নাম নিয়ে অনেকে অবৈধ কাজ করছে। তাদের প্রতি আইন গত ব্যবস্থা নিতে হবে। থানা ডেপুটেশনের নেতৃত্ব দেন তপন ব্লক সভাপতি রতন হাঁসদা,তপন ব্লক সহসভাপতি পরিমল মুর্মু প্রমুখ। তপন থানার আইসি জনমারি ভিয়ান্নে লেপচা দাবি গুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *