নিজস্ব সংবাদদাতা, মালদা:- যে চোখে বাঙ্গালীদের বাংলাদেশী বলে পুষব্যাক করা হচ্ছে বিজেপির সেই চোখ উপড়ে নেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী। সোমবার বিকেলে মালদার কালিয়াচকের জালালপুর স্ট্যান্ডে আমির শেখের সংবর্ধনা সভা মঞ্চ থেকে এমনই হুশিয়ারি দেন তিনি। বেশ কিছুদিন আগে কালিয়াচকের বাসিন্দা যুবক আমির শেখ কে রাজস্থানের পুলিশ বাংলাদেশ পুশব্যাক করে। তারপর বাংলাদেশ থেকে কোনক্রমে উদ্ধার করে নিয়ে আসা হয়। আজ আমির শেখকে জেলা তৃণমূলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। সেই সংবর্ধনার মঞ্চ থেকেই জেলা তৃণমূল সভাপতি হুঁশিয়ারি দেয়। পাশাপাশি আমির শেখকে যে তৃণমূল সরকারের পক্ষ থেকে বাংলাদেশ থেকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে তা তিনি জানান, এবং নাম না করে দক্ষিণ মালদার কংগ্রেসের সাংসদ ইশা খান চৌধুরীর বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন। তিনি বলেন কংগ্রেসের সাংসদ ইশা খান তিনি দাবি করছেন আমির শেখকে তিন বাংলাদেশ থেকে উদ্ধার করে নিয়ে আসার ব্যবস্থা করেছেন এটা সম্পূর্ণ মিথ্যা।
বাংলাদেশ পুশব্যাক ইস্যুতে বিজেপিকে কড়া হুঁশিয়ারি তৃণমূল জেলা সভাপতির।

Leave a Reply