মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযান ও ডেপুটেশনের ডাক আশা কর্মীদের।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- গ্রাম ও শহরের আশা কর্মীদের সরকারি স্বীকৃতি, বেতন বৃদ্ধি সরকারি ছুটি সহ বিভিন্ন দাবিতে আগামী ২২ শে আগস্ট মুখ্যমন্ত্রী বাসভবন অভিযান ও ডেপুটেশনের ডাক দিল পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন ও পশ্চিমবঙ্গের পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন। সোমবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিভিন্ন দাবি তুলে ধরেন আশা কর্মীরা। আশা কর্মীদের অভিযোগ ন্যাশনাল হেলথ মিশিন এর অন্তর্গত আশা প্রকল্পে পশ্চিমবঙ্গের প্রায় ৭৫ হাজার মহিলা কর্মী নিযুক্ত আছেন। গ্রাম ও শহরঞ্চলে এলাকার স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা দিয়ে চলেছেন এই আশা কর্মীরা অথচ তাদের মাসিক বেতন সরকারি স্বীকৃতি সরকারি ছুটি ও অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত তারা। নিজেদের ন্যায্যতা দাবি আদায়ের লক্ষ্যে দুই ইউনিয়নের নেতৃত্বে আগামী ২২ আগস্ট মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযান ও ডেপুটেশনের ডাক দিয়েছে , আশা কর্মীরা। এই ডেপুটেশন কর্মসূচিতে পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলা থেকে গ্রাম ও শহরের আশা কর্মীরা শামিল হবেন। সারা রাজ্যের প্রায় ৭৫ হাজার আশা কর্মীরা স্বাস্থ্যকর্মী স্বীকৃতি, বেঁচে থাকার জন্য ন্যূনতম ভাতা,পেনশন, ন্যূনতম ২৬ হাজার টাকা বেতন, কর্মরত অবস্থায় মৃত কর্মীদের ৫ লক্ষ টাকা প্রদান সহ বিভিন্ন দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্ত হবেন তারা। এদিনের সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের সভানেত্রী কৃষ্ণা প্রধান ও রাজ্য সম্পাদিকা ইসমত আরা খাতুন সহ অন্যান্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *