বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- আমার পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে দুয়ারে সরকারে আসা মানুষদের পাশে দাঁড়াল বাঁকুড়ার সোনামুখী বি. জে. হাইস্কুলের কন্যাশ্রী প্রাপ্ত ছাত্রীরা। এদিন তারা মানুষের নানা সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনে এবং প্রয়োজন অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেয়।কন্যাশ্রী ফর্ম ফিলাপ থেকে শুরু করে লক্ষী ভান্ডার,কৃষক বন্ধু সহ অন্যান্য প্রকল্পের আবেদনপত্র পূরণেও সাহায্য করে।দুয়ারে সরকারের কর্মসূচিতে আসা সাধারণ মানুষ যাতে সঠিকভাবে সুবিধা পান এবং নিজেদের সমস্যার সঠিক সমাধান করতে পারেন, সেই দিকেও বিশেষভাবে নজর দেয় কন্যাশ্রী ছাত্রীরা।
এছাড়াও শুধুমাত্র সাহায্যের মধ্যেই তারা নিজেদের ভূমিকা সীমাবদ্ধ রাখেনি। সমাজের একটি গুরুতর সমস্যা নাবালিকা বিয়ে রোধে তারা সচেতনতামূলক প্রচার চালায়। উপস্থিত মানুষের সামনে তারা পরিষ্কার করে জানায়, অল্প বয়সে বিয়ে একজন মেয়ের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে এবং তার পড়াশোনার পথ রুদ্ধ করে দেয়। তাই এ ধরনের ঘটনা বন্ধ করা জরুরি।
সেদিনের কর্মসূচিতে কন্যাশ্রী ছাত্রীদের সক্রিয় অংশগ্রহণ শুধু সাধারণ মানুষকে সাহায্য করার ক্ষেত্রেই নয়, সমাজে সচেতনতার আলো ছড়িয়েও এক উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করল।
Leave a Reply