১৮ আগস্ট মালদার ভারতভুক্তি দিবস পালিত কুতুবপুর বাবুপাড়া বলাকা সংঘে।

নিজস্ব সংবাদদাতা, মালদা—-১৫ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস হলেও, মালদাবাসী আক্ষরিক অর্থে স্বাধীনতার আস্বাদ পেয়েছিলেন তার ঠিক তিনদিন পর অর্থাৎ ১৮ই আগস্ট।তাই প্রতি বছর ১৮ই আগস্ট দিনটিতে পালিত হয়ে আসছে মালদার স্বাধীনতা দিবস অর্থাৎ ভারতভুক্তি দিবস। তাই সোমবার এই দিবস পালনের ছবি নজরে এল মালদা শহরের কুতুবপুর বাবুপাড়া বলাকা সংঘে। প্রতি বছরের এবারও বলাকা সংঘের সদস্যরা ১৮ই আগস্ট যথাযোগ্য মর্যাদায় মালদার স্বাধীনতা দিবস অর্থাৎ ভারতভুক্তি দিবস পালন করেন। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে এবারও বলাকা সংঘের প্রাঙ্গণে ভারতের জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন সহ নানান দেশাত্মবোধক অনুষ্ঠান চোখে পড়ে। দিনটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন ১৩নং ওয়ার্ডের কাউন্সিলর অম্লান ভাদুড়ি। তিনি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন ‘করে, বরেণ্য দেশপ্রেমিকদের স্মরণের মাধ্যমে মালদার ভারতুক্তি দিবস পালন করেন এবং দিনটি পালনের তাৎপর্য তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *