১৮ আগস্ট মালদার ভারতভুক্তি দিবস পালন জেলা গ্রন্থাগারের বই বাগানে।

নিজস্ব সংবাদদাতা, মালদা:-১৯৪৭ সালে ১৫ই আগস্ট ভারত বর্ষ স্বাধীনতা দিবস পালন করলেও। মালদাবাসী তথা মালদা ভারতবর্ষের সাথে যুক্ত হয় ১৮ই আগস্ট। তাই ১৫ই আগস্ট এর পাশাপাশি মালদাবাসী ১৮ আগস্ট মালদার স্বাধীনতা দিবস অর্থাৎ ভারতভুক্তি দিবস পালিত করা হয়। সোমবার মালদা জেলা গ্রন্থাগারের বই বাগান প্রাঙ্গণে ভারতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস পালিত হয়। মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটির উদ্যোগে দিনটি পালন করলেন মালদার সংস্কৃতি প্রেমী শিল্পী, সাহিত্যিক সহ অন্যান্য বিশিষ্টজনেরা মিলে। দিনটি উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করলেন মালদা জেলা শিল্পী সাংস্কৃতিক পরিচালন কমিটির সভাপতি প্রসেনজিৎ দাস। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ শক্তিপদ পাত্র, রাধাগোবিন্দ ঘোষ, মিনতি দত্ত মিশ্র সহ জেলা গ্রন্থাগারের আধিকারিক সহ কর্মীরা। তারা সকলে মিলে জাতীয় পতাকা উত্তোলন করে, জাতীয় সংগীত পরিবেশন করে নানান দেশাত্মবোধক অনুষ্ঠানের মাধ্যমে মালদার স্বাধীনতা দিবস অর্থাৎ ভারতভুক্তি দিবস’ পালন করেন। সেই সঙ্গে দিনটি পালনের তাৎপর্য তুলে ধরেন সকলের কাছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *