বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা :- বাংলার প্রতিটি নাগরিকের সার্বিক উন্নয়নের লক্ষ্যে মাননীয়া মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের মা-মাটি-মানুষ সরকার যে উন্নয়নমূলক প্রকল্পগুলি চালু করেছে, সেগুলি যাতে তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে যায়, তার জন্য বিভিন্ন জেলায় ধারাবাহিক কর্মসূচি চলছে।
এই উদ্যোগের অঙ্গ হিসেবে বাঁকুড়া জেলার ইঁদপুর অঞ্চলে আয়োজিত হয় মুখ্যমন্ত্রীর যুগান্তকারী প্রকল্প “আমাদের পাড়া, আমাদের সমাধান” শিবির।
শিবির পরিদর্শন করেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় চেয়ারপার্সন, আধুনিক হাওড়ার উন্নয়নের পথিকৃৎ, সর্বজন শ্রদ্ধেয় জনদরদী জননেতা শ্রী অরূপ রায় মহাশয়।
মন্ত্রী কর্তব্যরত আধিকারিকদের সঙ্গে আলোচনায় সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করার ওপর জোর দেন। পাশাপাশি উপস্থিত জনসাধারণকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং মুখ্যমন্ত্রীর উন্নয়ন প্রকল্পগুলিকে সফল করার জন্য সকলে একসাথে কাজ করার আহ্বান জানান।
Leave a Reply