দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাটের ১৬ নম্বর ওয়ার্ডের এক পরিবার গুরগাঁও, হরিয়ানায় ভাষাগত নিগ্রহের শিকার হয়ে বাড়ি ফিরতে বাধ্য হল। অভিযোগ, বাংলায় কথা বলার কারণে স্থানীয়রা তাঁদের মারধর করে “বাংলাদেশি” বলে কটূক্তি করে। ফলে পরিবারটি মঙ্গলবার বালুরঘাটে ফিরে আসে।
বুধবার ঘটনাটি সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায়। পরিবারের পাশে দাঁড়াতে পৌরসভার চেয়ারম্যান ও স্থানীয় কাউন্সিলর তাঁদের বাড়ি যান। চেয়ারম্যান উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশজুড়ে ভাষার ভিত্তিতে মানুষকে অপমান করা হচ্ছে। এটি গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। তিনি পরিবারকে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেন, বিশেষত মেয়ের পড়াশোনার জন্য বিশেষ সহায়তা দেওয়ার কথাও জানান।
কাউন্সিলরও ঘটনাটির তীব্র নিন্দা করে বলেন, ভারতের কোনও নাগরিককে তাঁর নিজের দেশেই বাইরের মানুষ মনে করানো লজ্জাজনক।
পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় মানুষও। তাঁদের আশ্বাস— এই লজ্জাজনক অভিজ্ঞতার পরেও পরিবারকে মর্যাদার সঙ্গে সমাজে ফিরিয়ে আনতে সকলে একযোগে পাশে থাকবে।
Leave a Reply