পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড CPI(M) মহিলা সমিতির উদ্যোগ নয়াবসত CPI(M) দলীয় কার্যালয়ে শিশু স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় বৃহস্পতিবার,এই দিন এই শিশু স্বাস্থ্য পরীক্ষা শিবিরে প্রায় পাঁচ শতাধিক শিশুর স্বাস্থ্য পরীক্ষা করা হয় বলে জানিয়েছেন মহিলা সমিতির সম্পাদক লিপিকা বারিক, এছাড়াও উপস্থিত ছিলেন দাপুটে CPI(M) নেতা সুশান্ত ঘোষ,এরিয়া কমিটির সম্পাদক চঞ্চল মন্ডল, তাপস কালিন্দী,অমর ঘোষ, ধনঞ্জয় মাঝি,বুবুন হাইত, ইরশাদ আলী, দীপক মন্ডল সহ অন্যান্য CPI(M) এর কর্মী সমর্থকরা, জানা গিয়েছে শিশু বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে এই শিশু স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
চন্দ্রকোনারোড CPI(M) মহিলা সমিতির উদ্যোগে নয়াবসত CPI(M) দলীয় কার্যালয়ে শিশু স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন ।

Leave a Reply