ফালাকা, নিজস্ব সংবাদদাতা:- ফের হাতির হানা ফালাকাটা ব্লকে। বুধবার গভীর রাতে হাতির হানায় ক্ষতিগ্রস্ত হল চারটি পরিবার। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের দলগাঁও গ্রাম পঞ্চায়েতের তাসাটি চা বাগানের জিরকু লাইনে বুধবার গভীর রাতে সবার অলক্ষ্যে আচমকাই তিনটি হাতির একটি দল তান্ডব চালায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দলগাঁও জঙ্গল থেকে বের হয়ে লোকালয়ে তান্ডব চালিয়ে পৃথক দুটি বাড়ি সহ দুটি দোকান ক্ষতিগ্রস্ত করে ওই হাতির দলটি। প্রায় ঘন্টা খানেক এলাকায় তান্ডব চালিয়ে জঙ্গলের দিকে ফিরে যায়। তবে গভীর রাতে হাতির হানার ঘটনায় প্রচন্ড আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়।
ফালাকাটায় ফের হাতির হানা, ক্ষতিগ্রস্ত চার পরিবার।

Leave a Reply