রাজীব গাঁধী, গোষ্ঠ পাল ও জ্যোতিরিন্দ্র নন্দীর জন্মদিবসে শ্রদ্ধাঞ্জলি।


কলকাতা, নিজস্ব সংবাদদাতা :- মাননীয়া মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের মুখ্য সচিবালয় “নবান্ন”-এ আয়োজিত বিশেষ অনুষ্ঠানে দেশের তিন মহৎ ব্যক্তিত্বের জন্মদিবস উদ্‌যাপিত হলো।

এই দিনে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় আধুনিক ভারতের উন্নয়নের পথিকৃত, দেশের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী ও ভারতরত্ন রাজীব গাঁধী, ভারতীয় ফুটবলের সর্বকালের সেরা রক্ষনভাগের খেলোয়াড়, জাতীয়তাবাদের উন্মেষে অবিস্মরণীয় ভূমিকা রাখা পদ্মশ্রী গোষ্ঠ পাল, এবং স্বনামধন্য সাহিত্যিক জ্যোতিরিন্দ্র নন্দী মহাশয়ের প্রতিকৃতিতে।

অনুষ্ঠানে উপস্থিত থেকে ভক্তিপূর্ণ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় চেয়ারপার্সন, আধুনিক হাওড়ার উন্নয়নের পথিকৃৎ, সর্বজন শ্রদ্ধেয় জননেতা শ্রী অরূপ রায় মহাশয়।

মন্ত্রী বলেন, রাজীব গাঁধীর দূরদর্শী পদক্ষেপ ভারতবর্ষের টেলিযোগাযোগ ও শিক্ষা ব্যবস্থায় নতুন যুগের সূচনা ঘটিয়েছিল। গোষ্ঠ পাল কেবল ফুটবলে নন, দেশপ্রেম ও আত্মমর্যাদার প্রতীক হয়ে উঠেছিলেন। অন্যদিকে সাহিত্যিক জ্যোতিরিন্দ্র নন্দীর সৃষ্টিকর্ম বাংলা সাহিত্যের ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। তাঁদের জীবনাদর্শ আগামী প্রজন্মের কাছে প্রেরণার উৎস হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *