সিপিএমের ১১ দফা দাবিতে গঙ্গারামপুরে মিছিল ও ডেপুটেশন, কৃষক-শ্রমিকরা প্রদর্শন।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ধান ওঠার সঙ্গে সঙ্গে প্রতিটি কৃষকের কাছ থেকে সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় করতে হবে। কৃষি কাজের সার,বীজ,কীটনাশক,এবং বিদ্যুতের উপর পুনরায় ভর্তুকি চালু করতে হবে। তিনটি কৃষি আইন সম্পূর্ণ রূপে বাতিল হবে। এসআইআর এর মধ্যদিয়ে সাধারণ নাগরিকদের হয়রানী ও হেনস্তা করা চলবে না। ১০০ দিনের কাজ চালু করতে হবে। এই সমস্ত দাবি সহ মোট ১১ দফা দাবির ভিত্তিতে সিপিএমের শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর ও বস্তি উন্নয়নের পক্ষ থেকে গঙ্গারামপুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে ডেপুটেশন দেওয়া হল। বৃহস্পতিবার ডেপুটেশন দেবার আগে গঙ্গারামপুর শহরের বাসস্ট্যান্ড থেকে মিছিল বের করা হয়। এরপর মিছিলটি হাইরোড়, নিউমার্কেট,স্কুলপাড়া ঘুরে বিডিও অফিসে গিয়ে হাজির হয়। ডেপুটেশন ঘিরে বিশাল পুলিশ বাহিনী,সিভিক ভলান্টিয়ার মোতায়ন থাকায় বিডিও অফিসের সামনে ক্ষোভে ফেটে পড়েন সিপিএম কর্মীরা। পাশাপাশি সাত জনের এক প্রতিনিধির দল বিডিওর কাছে গিয়ে স্মারক লিপি তুলে দেন। এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন সিপিএমের গঙ্গারামপুর এরিয়া কমিটির সম্পাদক জীবন সরকার,সিপিএম নেতা অচিন্ত্য চক্রবর্তী,পার্থ সরকার,সারাভারত কৃষক সভার জেলা সম্পাদক সুবীর কুমার দাস,মনীন্দ্রনাথ সরকার,অনুপ কুমার দেব,শঙ্কর শর্মা প্রমুখ।গঙ্গারামপুর ব্লকের বিডিও তাদের দাবি গুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *