আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- দুঃস্থ পরিবারের পাশে দাঁড়ালেন ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভব্রত দে। তিনি খবর পান যে ফালাকাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাগানবাড়ি এলাকায় এক পরিবারের নুন আনতে পান্তা ফুরনোর সংসার। রোজগার বলতে চায়ের দোকান। ওই পরিবারের সদস্য রমা বণিক কিছুদিন আগে অসাবধানতা বসত নিজের বাড়িতে পড়ে গিয়ে কোমরে হাড় ও শিরদাঁড়ায় গুরুতর চোট পান। কোচবিহারে চিকিৎসাও করান। কিন্তু তেমন সুফল না মেলায় পাটনায় চিকিৎসা করাতে যাবার সিদ্ধান্ত নেন। কিন্তু বাঁধা হয়ে দাঁড়িয়ে ছিল অর্থ। কারন পরিবারটি কোনওরকম ভাবে চায়ের দোকান করে দিন যাপন করে। এদিকে, এই খবর পাওয়া মাত্রই শুক্রবার সকালে ফালাকাটা টাউন ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক মলয় সরকার, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি মুকুল বর্মনকে সঙ্গে নিয়ে ওই পরিবারের সঙ্গে দেখা করেন শুভব্রত দে। আর্থিক ভাবে সহযোগিতা করেন তিনি। এছাড়াও ভবিষ্যতে ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। এই প্রথম নয় দাপুটে এই তৃণমূল নেতা বহুবার অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। করোনার সময় তাঁর কাজ এলাকার মানুষ মনে রেখেছেন। পাশাপাশি বহু দুঃস্থ পরিবারের প্রতি বাড়িয়ে দিয়েছেন তাঁর সাহায্যের হাত। এদিকে, ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
অসুস্থ রমা বণিকের পাশে দাঁড়ালেন ফালাকাটা টাউন ব্লক তৃণমূল সভাপতি শুভব্রত দে।

Leave a Reply