নিজস্ব সংবাদদাতা, মালদা: তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ। আহত তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের মেম্বারের পরিবারের সদস্য। মালদার মোথাবাড়ি থানার রথবাড়ি এলাকার ঘটনা। আহত মহিলা বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বিজেপি সমর্থক দের বিরুদ্ধে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ।
ঘটনা তদন্তে মোথাবাড়ি থানার পুলিশ। জানা গেছে আহত তৃণমূল কর্মী সমর্থকের নাম সুষমা মন্ডল রায়। ধারালো হাঁসুয়া দিয়ে তার বাম হাত কেটে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। সেই সঙ্গে বুকে একাধিক কোপ মারা হয়েছে। ঘটনায় আহত হয়েছে তার স্বামী বাপি রায়ও। আক্রান্ত তৃণমূল সমর্থক বাপি রায়ের অভিযোগ তার বৌদি, মালা রায় রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। সেই সূত্রে তাদের পরিবার দীর্ঘদিন ধরেই শাসক দলের সাথে যুক্ত। আর এটাই হলো কারণ। তৃণমূল করায় স্থানীয় বিজেপি নেতা শ্যামল কর্মকার দলবল নিয়ে তার স্ত্রী এবং তার উপর হামলা করেছে।
এটি গ্রাম্য বিবাদ,
রাজনীতির কোন ব্যাপার নেই দাবি বিজেপির।
মালদায় তৃণমূল–বিজেপি সংঘর্ষে রক্তাক্ত হামলা, আহত পঞ্চায়েত সদস্যর পরিবারের সদস্যরা।

Leave a Reply