শৌচালয় ও চেঞ্জিং রুমের অভাবে সমস্যায় পর্যটকরা,ওল্ড দিঘার শী হক গোলাঘাটে ভোগান্তি পর্যটকদের।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সমুদ্র মানেই অবসর, আনন্দ আর প্রকৃতির সান্নিধ্যে ভেসে থাকার সুখ। তাই ছুটি পেলেই পর্যটকেরা ছুটে আসেন পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দিঘার বুকে। পুরনো দিঘার পরিচিত সী বিচগুলির পাশাপাশি সাম্প্রতিক বছরগুলিতে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে শী হক গোলাঘাট সী বিচ। বিদেশি সমুদ্রসৈকতের মতো পরিবেশ আর কাদামুক্ত জলের সৌন্দর্য এখানে এনে দিয়েছে নতুন মাত্রা। দেশি-বিদেশি পর্যটকের কাছে এই স্থান এখন পরিচিত ফরেনার্স বীচ নামে। ট্রলারে ভেসে মাছ ধরার দৃশ্য থেকে শুরু করে ঢেউয়ের তালে তালে স্নান, সব মিলিয়ে এটি আজ দিঘার এক অন্যতম আকর্ষণ। কিন্তু আনন্দঘন এই পরিবেশের মধ্যেও থেকে যাচ্ছে এক গুরুতর সমস্যা, যা পর্যটকদের ভোগান্তি বাড়াচ্ছে প্রতিদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *