দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- কুমারগঞ্জ ব্লকের সনজিয়া অঞ্চলের উত্তরপাড়া গ্রামের বাসিন্দা রাজ্জাক সরকারের বাংলাদেশী নাগরিক পরিচয় পত্র দিয়ে পোস্ট করে তিনি প্রশ্ন তোলেন একি মানুষ দুই দেশের নাগরিক কিভাবে?স্থানীয় বিজেপি নেতৃত্ব দুটো এসআইআর লাগু করে ধরনের দেশের নাগরিকত্ব ধারিদের চিহ্নিতকরণ করে নাম কাটার দাবি তুলেছে। শুধু তাই নয় সীমান্ত লাগোয়া রামকৃষ্ণপুর, জাকিরপুর, সমজিয়া, সাফানগর, ইলেনদাড়ি সহ বাংলাদেশী সীমান্ত লাগোয়া এই সমস্ত এলাকা গুলিতে এমন বহু মানুষ হয়েছে যাদের দুই দেশেরই ভোটার আই কার্ড রয়েছে। রাজ্জাক সরকারের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওপার বাংলায় যে নাগরিকত্ব কার্ড সেখানে মোহাম্মদ আবদুর রাজ্জাক এবং ভারতবর্ষে আব্দুর রাজ্জাক বলে পরিচিত বাবা আবতার সরকার বাম নেতা ছিলেন এবং দীর্ঘদিন পঞ্চায়েতের সদস্য ছিল বলে জানা যায়। আব্দুর রাজ্জাকের যেখানে বাড়ি সেটি তারকাটার বেড়ার ওপারের ভারতীয় ভূখণ্ডে বাড়ি সেখানে প্রায় ২০০টি পরিবার বসবাস করে বলে বি এস এফ সূত্রে জানা যায়। পরিবারের দাবি তারা ভারতীয় পাশাপাশি ভারতের নাগরিকত্ব রয়েছে। কিন্তু রাজ্জাক বাংলাদেশী একজন মহিলাকে বিয়ে করার কারণে ওই দেশের সঙ্গে যোগাযোগ সেই কারণে নাম ভোটার কার্ডে নাম উঠে থাকতে পারে।অপরদিকে তৃনমুল কংগ্রেসের দাবি রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করবার জন্য এই ধরনের পোস্ট করেছেন তিনি। বিভেদ তৈরি করবার জন্যই এই ধরনের পোস্ট করা হয়েছে পাশাপাশি রাজ্জাকের বাবা দীর্ঘ দিনের বামফ্রন্টের পক্ষ থেকে পঞ্চায়েত সদস্য ছিলেন।
একই ব্যক্তির দুই দেশের নাগরিকত্ব? কুমারগঞ্জে রাজ্জাক সরকারের পরিচয়পত্র ঘিরে বিতর্ক।

Leave a Reply