পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আজ কোটালের ঘূর্ণাবর্তে উত্তাল মন্দারমনি ও দিঘা সমুদ্র। মৌসুমী অক্ষরেখার প্রভাবে টানা বৃষ্টিতে ভিজছে পূর্ব মেদিনীপুরের উপকূলীয় এলাকা। দিঘা ও মান্দারমনিতে পর্যটকদের জন্য জারি হয়েছে কড়া সমুদ্রস্নানের নিষেধাজ্ঞা। মৎস্যজীবীদের জন্য মাছ ধরার ক্ষেত্রে সতর্কতা জারি।
দিঘার সৈকত কার্যত ফাঁকা। ঝড়ো হাওয়া আর টানা বৃষ্টিতে উত্তাল সমুদ্র। খারাপ আবহাওয়ার কারণে ভিড় জমেনি সৈকতে। দোকানপাটও অনেকটাই বন্ধ। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে প্রশাসন সক্রিয়।
অন্যদিকে মান্দারমনিতে কিছুসংখ্যক পর্যটক থাকলেও কড়া নিষেধাজ্ঞা জারি রয়েছে সমুদ্রস্নানে। দূর থেকে দাঁড়িয়েই তাঁরা উপভোগ করছেন উত্তাল ঢেউয়ের গর্জন।
সকাল থেকে মাইকিং করে পর্যটকদের সতর্ক করছে প্রশাসন। মৎস্যজীবীদের সতর্ক করতে বোটে করে মাইকিং চালাচ্ছে পুলিশ প্রশাসন। কোনোভাবেই সমুদ্রের উত্তাল জলে নামতে দেওয়া হচ্ছে না। সৈকতে টহল দিচ্ছেন পুলিশ ও সিভিল ডিফেন্স কর্মীরা।
উত্তাল ঢেউ আর টানা বৃষ্টিতে আপাতত নির্জন দিঘা-মান্দারমনি। হতাশ হলেও দূর থেকেই সমুদ্রের রূপ উপভোগ করছেন পর্যটকেরা। নিরাপত্তার স্বার্থেই সমুদ্রস্নানে জারি রয়েছে নিষেধাজ্ঞা।
Leave a Reply