কোলাঘাট, নিজস্ব সংবাদদাতা:- কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের এক কর্মীর।
প্রসঙ্গত ওই মৃত কর্মীর নাম বিশ্বজিৎ মাইতি ,বয়স আনুমানিক ৩৮,বাড়ি রামচন্দ্রপুর এলাকায়।মৃত ওই ব্যক্তির দুই ছেলে ও এক মেয়ে। বর্তমানে ওই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া, একমাত্র রোজগেরে বাড়ির সদস্য কে হারিয়ে অসহায় গোটা পরিবার।খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার ও এলাকাবাসী।
জানা গিয়েছে, সকালে ডিউটি শেষ করে প্রায় দুপুর একটা নাগাদ সবাই যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন, ঠিক সেই সময় দাঁড়িয়ে থাকতে থাকতে ওই ব্যক্তি হঠাৎ মাটিতে পড়ে যায়, তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে তাপবিদ্যুৎ কেন্দ্রের গাড়িতে করেই ওই ব্যক্তি কে নিয়ে আসা হয় স্থানীয় পপুলার নার্সিংহোমে,আর তখন সব শেষ। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অনান্য কর্মীদের সূত্রে জানা গিয়েছে,ওই মৃত ব্যক্তি সিকিউরিটি বিভাগের ড্রাইভার পদে কাজ করতেন।একটি গাড়ি কিছুটা ঠেলে দিয়ে এসে, হঠাৎ হৃদরোগ এ আক্রান্ত হয়ে পড়ে যান, তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি।
এই খবর জানাজানি হতেই এলাকায় শোকের ছায়া। শোকের ছায়া নেমে এসেছে প্ল্যান্ট এর কর্মীদের মধ্যে, আধিকারিক সহ সকলের মধ্যে।
ইতিমধ্যেই পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন তমলুক মেডিকেল কলেজ এ। তারপর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে । শোকার্ত পরিবেশ গোটা এলাকা জুড়ে।
কর্মরত অবস্থায় কোলাঘাটে শ্রমিকের মৃত্যু।কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মীর মৃত্যু, শোকের ছায়া।

Leave a Reply