দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- কুমারগঞ্জের বড়ম এলাকায় রবিবার সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। সকাল সাড়ে আটটা নাগাদ কুমারগঞ্জগামী একটি সাফারির সঙ্গে কুমারগঞ্জ থেকে আসা আরেকটি সাফারির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক জনের। গুরুতর আহত হন একাধিক যাত্রী। স্থানীয়রা উদ্ধার করে সকল আহতকে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়েছেন। এখনও পর্যন্ত মৃতের নাম ও পরিচয় জানা যায়নি। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে খবর, ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।
কুমারগঞ্জে মুখোমুখি দুই সাফারি, মৃত্যু ১, আহত বহু

Leave a Reply