দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর জখম হলেন এক যুবক। আহত যুবকের চিকিৎসা চলছে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। শনিবার রাত ১০ টা নাগাদ ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর হাইরোড় পেট্রেল পাম্পের সামনে। আহত যুবকের নাম আনন্দ শর্মা (৩৮)।
জানা গিয়েছে আহত আনন্দ শর্মা প্রতিদিনের মত এদিন কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। হাইরোড় এলাকার পেট্রোল পাম্প সামনে ৫১২ নম্বর জাতীয় সড়কে মোটর বাইক চালককে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনায় গুরুতর জখম হয় আনন্দ। পথ চলতি মানুষজন ছুঁটে আসে। ছুটে আসেন গঙ্গারামপুর থানার পুলিশ। পুলিশের তৎপরতায় আহতকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁর চিকিৎসা চলছে। ঘটনায় ৫১২ নম্বর জাতীয় সড়কে যান জটের সৃষ্টি হয়। পুলিশ পরিস্থিত স্বাভাবিক করে। সেই সঙ্গে ঘাতক পিকআপ ভ্যানের খোঁজ শুরু করেছে।
গঙ্গারামপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর জখম যুবক, হাসপাতালে ভর্তি।

Leave a Reply