নতুন দিল্লি, নিজস্ব সংবাদদাতা :- ভারতের সুপরিচিত চিত্রকর দিবাকর চক্রবর্তীর ৪০তম একক চিত্র প্রদর্শনীর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো অল ইন্ডিয়া ফাইন আর্টস এন্ড ক্র্যাফটস সোসাইটি (AIFACS)-এর গ্যালারিতে, রফি মার্গে।
শিল্পীর অতুলনীয় সৃষ্টিকর্মের ভূয়সী প্রশংসা করেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন শ্রী অরূপ রায়। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে দিবাকর চক্রবর্তী সর্বোচ্চ সম্মান ও খ্যাতি অর্জন করবেন এবং ভারতীয় শিল্পকলাকে আরও সমৃদ্ধ করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট শিল্পী, কলা সমালোচক ও সাংস্কৃতিক মহলও শিল্পীর অসাধারণ শিল্পভাষার প্রশংসা করেন।
শিল্পকলা ও সংস্কৃতির প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা প্রকাশ করে অরূপ রায় জানান, “ভারতীয় চিত্রকলার জগতে দিবাকর চক্রবর্তী গর্বের প্রতীক। তাঁর কাজ আন্তর্জাতিক মানে আরও সমাদৃত হবে।”
Leave a Reply