বীরভূম-সিউড়ি, নিজস্ব সংবাদদাতা:- নতুন পদ্ধতির উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে বীরভূম জেলায় প্রস্তুতি সভা হয়ে গেল আজ সিউড়ির রবীন্দ্র সদনে ।এই পরীক্ষা প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ডঃ চিরঞ্জীব ভট্টাচার্য , বর্ধমান রিজিওনাল অফিসের ডেপুটি সেক্রেটারি ,A. D. M বিশ্বজিৎ মোদক, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মৌমিতা রায়চৌধুরী, DPSC -র চেয়ারম্যান অধ্যাপক ডঃ প্রলয় নায়েক, ডি,আই ,বীরভূম (মাধ্যমিক )ডঃ সুজিত সামন্ত ,ডি আই (প্রাথমিক) শুকলাল হাঁসদা ,উচ্চ মাধ্যমিকের জয়েন্ট কনভেনর অভিজিৎ নন্দন, মাধ্যমিকের কনভেনার শিবরাম দাস সহ বিশিষ্ট জনেরা। সেই সঙ্গে উপস্থিত ছিলেন বীরভূম জেলার ২৯৯ টা স্কুলের প্রধান বা ভারপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা ।উপস্থিত ছিলেন ডিসট্রিক্ট এডভাইসারি কমিটির মেম্বার এবং সেন্টার ইনচার্জ ও সেন্টার সেক্রেটারিরা।উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে বীরভূম জেলায় সুষ্ঠুভাবে পরিচালনা করবার জন্য আজকের এই প্রস্তুতি সভা ।উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার নতুন পদ্ধতিতে কিভাবে সুসম্পন্ন হবে এই নিয়ে বক্তারা সুন্দর বক্তব্য পেশ করেন ।পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ডঃ চিরঞ্জীব ভট্টাচার্য পুরো পরীক্ষা পদ্ধতি ,ও,এম,আর শিটের ব্যবহার করা থেকে আরম্ভ করে mcq কোশ্চেন এর আনসার লেখার পদ্ধতি সমস্ত কিছু বিস্তারিত ভাবে প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপিত করেন এবং সকলকে পরীক্ষার্থীদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেবার অনুরোধ জানান।
নতুন পদ্ধতির উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত প্রস্তুতি সভা বীরভূমের সিউড়িতে।।

Leave a Reply