পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শুধু পড়াশোনার ওপর গুরুত্ব নয়,লেখার উপরেও গুরুত্ব দিতে হবে,এর ফলে বাড়বে পড়াশোনার আরো মান,এই বার্তাকে সামনে রেখে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের গোপালনগর কে কে ইনস্টিটিউশন প্রাঙ্গনে হস্তাক্ষর রত্ন অম্বেসন প্রতিযোগিতার আয়োজন করা হয় রবিবার,এইদিন অল বেঙ্গল আর্ট সোসাইটির সহযোগিতায় এবং বামুনবাড় রবীন্দ্র অ্যাকাডেমির পরিচালনায় হস্তাক্ষর প্রতিযোগিতার আয়োজন করা হয়,এই দিন প্রায় ১৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়, বিভিন্ন শ্রেণি অনুযায়ী ভাগ করে দেওয়া হয় প্রতিযোগীদের গ্রুপ, তবে প্রতিযোগিতার মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কৃত করা হবে সংস্থার পক্ষ থেকে, পাশাপাশি জেলা স্তর এবং রাজ্য স্তরে প্রতিযোগিতা করা হবে বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, তবে এই প্রতিযোগিতাকে ঘিরে প্রতিযোগিতার মধ্যে উৎসাহ ছিল এই দিন চোখে পড়ার মতো, তবে বৃষ্টির কারণে বেশ কিছু প্রতিযোগী অংশগ্রহণ করতে পারেনি বলে সংস্কার তরফে জানানো হয়েছে। পাশাপাশি আগামী দিনেও এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে উদ্যোক্তারা জানান ।
পড়াশোনার পাশাপাশি হাতের লেখার উপর গুরুত্ব দেওয়ার লক্ষ্যে কোলাঘাটে হস্তাক্ষর রত্ন অন্বেষণ প্রতিযোগিতার আয়োজন ।

Leave a Reply